ফেদেরারের বিশ্বরেকর্ড ভাঙলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪ , ০৭:২৩ পিএম


জোকোভিচ
ছবি-এএফপি

সবচেয়ে বেশি বয়সে এটিপি টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বিশ্বরেকর্ড গড়লেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। এতে ভেঙে গেল সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার বিশ্বরেকর্ড।

বিজ্ঞাপন

২০১৮ সালের ২৪ জুন ৩৬ বছর ৩২০ দিন বয়সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ফেদেরার। সোমবার (৮ এপ্রিল) ৩৬ বছর ৩২১ দিন বয়সে পা দিয়ে ফেদেরারের বিশ্বরেকর্ড ভাঙলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে সোমবার ৪১৯তম সপ্তাহ শুরু করেই বিশ্বরেকর্ডের কীর্তি গড়েন জোকোভিচ।

বিজ্ঞাপন

জকোভিচ এবং ফেদেরারের পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে স্পেনের রাফায়েল নাদাল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি। ৩৩ বছর ২৪৪ দিন বয়সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল। ৩৩ বছর ১৩১ দিন বয়সে শীর্ষে ছিলেন ৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আগাসি।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৩ আগস্ট থেকে প্রথম এটিপি র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission